আউটসোর্সিং এজেন্সি
ফ্রিলান্সিং বা আউটসোর্সিং-এ হাজারো ধরনের কাজ আছে এবং তাদের মূল্য ও ভিন্ন।আপনারা যারা ভাবছেন "আমিতো কিছুই জানিনা তাহলে?" জি আপনাকেই বলছি,আপনার যদি কম্পিউটার সম্পর্কে বেসিক জানা থাকে তাহলেই আপনি আমাদের সাথে কাজ করতে পারবেন।আমাদের বেশির ভাগ কাজ-ই এই ধরনের হয় যা কিনা সবাই করতে পারে।আর যদি ভেবে থাকেন যে এমন কত দেখলাম মানুষের টাকা মেরে নিয়েছে,তবে ভুল বুঝছেন আমাদের।আমরা এমন কোন প্রতিষ্ঠান নয় যেখানে টাকার বিনিময়ে একাউন্ট খোলা কিনবা আনেক মুনাফার প্রতিশ্রূতি দেওয়া হয়।আমরা সাধারণ পরিবারের কিছু স্কুল-কলেজের ছেলে-মেয়ে যারা নিজের খরচ কিনবা পরিবারকে সাহায্য করার জন্য বাসায় বসে শ্রমের মাধ্যমে অন-লাইন থেকে টাকা উপার্যন করি।বাকি তথ্য পরবর্তি পোষ্টে যানাবো।তো যাদের মনে কোন প্রশ্ন আছে তারা আমাদের কে কমেন্টের মাধ্যমে জিজ্ঞাসা করতে পারেন,উত্তর দেয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ।